পটিয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শিক্ষকের আত্মহত্যা

আপলোড সময় : ২৪-০১-২০২৫ ১২:৪২:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০১-২০২৫ ১২:৪২:৪৬ অপরাহ্ন
পটিয়া,  ২৪ জানুয়ারি : চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট স্টেশন এলাকায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে রাজন দত্ত (৩৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের ধলঘাট রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ধলঘাট ইউনিয়নের দত্তপাড়ার মৃত মিলন দত্তের ছেলে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে আসা কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ধলঘাট স্টেশন অতিক্রম করার সময় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন রাজন। মুহূর্তেই রাজনের দেহের পা ও কোমর ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহের খন্ডিত অংশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। 
জানা যায়, দীর্ঘদিন ধরে রাজন দত্ত উপজেলার ধলঘাট এপেক্স নামে একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন। কি কারণে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তা এখনো বলা যাচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগরের ষোলশহর রেলওয়ে জিআরপি থানা পুলিশের উপ-পরিদর্শক (ইনচার্জ) আবুল কাশেম। তিনি বলেন, পটিয়া ধলঘাট এলাকার রেল লাইনে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com