
হাজার রকম ব্যবসাপাতি
ফন্দি ফিকির ধান্দা
ওদেরকে যে মন-মননে
করল নিরেট আন্ধা।
বাংলাদেশের আঁচল ভরা
রূপের বিথার ছন্দ
চোখ পড়ে না চোখ পড়ে না
হৃদয় দুয়ার বন্ধ।
বাঁশের বাঁশির সুরের রঙে
রংধনুযে উঠল
ঢেউ নূপুরে লাস্যবতী
নদীরা কই ছুটল।
পাখ পাখালি রোজ সকালে
কোন কথাটা কইছে
ফুলের বাড়ির উঠানজুড়ে
দখিন হাওয়া বইছে ।
বৈঠা, হালে, রঙিন পালে
নাওযে কত ভাসছে
রূপ অপরূপ দেখতে আহা
কত্তো মানুষ আসছে।
গাঁও গেরামে হলুদ চাদর
কে বিছিয়ে রাখল
আকাশগাঙে সাদা ডিঙি
দূর অসীমে ডাকল।
উঠান জুড়ে শীতলপাটি
জোছনা অথির খেলছে
কিসসা,গাথা,পুঁথিরসুরে
পরান পেখম মেলছে।
এসব কিছু কোনদিনও
পড়েনা যে চক্ষে
গরিব দুখির জন্য মায়া
নেইযে তিলও বক্ষে।
মগজ জুড়ে নিত্য খেলে
একটা শুধু চিনতা
হাজার কোটি,লক্ষ কোটি
মনটা নাচে ধিন তা।
শিশির ভেজা শিউলি, বেলি
বৃষ্টিটাও মন্দ
একটা জিনিস ভালোবাসে
কালো টাকার গন্ধ।
জাহান আরা খাতুন, হবিগঞ্জ
ফন্দি ফিকির ধান্দা
ওদেরকে যে মন-মননে
করল নিরেট আন্ধা।
বাংলাদেশের আঁচল ভরা
রূপের বিথার ছন্দ
চোখ পড়ে না চোখ পড়ে না
হৃদয় দুয়ার বন্ধ।
বাঁশের বাঁশির সুরের রঙে
রংধনুযে উঠল
ঢেউ নূপুরে লাস্যবতী
নদীরা কই ছুটল।
পাখ পাখালি রোজ সকালে
কোন কথাটা কইছে
ফুলের বাড়ির উঠানজুড়ে
দখিন হাওয়া বইছে ।
বৈঠা, হালে, রঙিন পালে
নাওযে কত ভাসছে
রূপ অপরূপ দেখতে আহা
কত্তো মানুষ আসছে।
গাঁও গেরামে হলুদ চাদর
কে বিছিয়ে রাখল
আকাশগাঙে সাদা ডিঙি
দূর অসীমে ডাকল।
উঠান জুড়ে শীতলপাটি
জোছনা অথির খেলছে
কিসসা,গাথা,পুঁথিরসুরে
পরান পেখম মেলছে।
এসব কিছু কোনদিনও
পড়েনা যে চক্ষে
গরিব দুখির জন্য মায়া
নেইযে তিলও বক্ষে।
মগজ জুড়ে নিত্য খেলে
একটা শুধু চিনতা
হাজার কোটি,লক্ষ কোটি
মনটা নাচে ধিন তা।
শিশির ভেজা শিউলি, বেলি
বৃষ্টিটাও মন্দ
একটা জিনিস ভালোবাসে
কালো টাকার গন্ধ।
জাহান আরা খাতুন, হবিগঞ্জ