
জম্মু/কাশ্মীর, ২৫ এপ্রিল : কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে শুক্রবার ভোরে ভারতীয় সেনাঘঁটি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা। জবাবে পালটা গুলি চালায় ভারতীয় সেনা। ঘটনায় সীমান্তের এপারে অর্থাৎ ভারতের দিকে কেউ হতাহত হয়নি বলেই জানা গিয়েছে।জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যেই এই গুলি বিনিময় ঘটল। খবর ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের।
প্রসঙ্গত, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর থেকেই তলানিতে ঠেকে যাওয়া ভারত-পাক কূটনৈতিক সম্পর্ক আরও তলানিতে চলে গিয়েছে। এমন পরিস্থিতিতে ভারত যেমন প্রত্যাঘাত হানার প্রস্তুতি নিচ্ছে তেমনই সীমান্তের ওপারেও দেখা যাচ্ছে সামরিক তৎপরতা বৃদ্ধি। আর এরই মধ্যে নিয়ন্ত্রণরেখা বা ‘এলওসি’-র কাছে ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা। প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনাও। ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার কয়েক দিন পর দুই দেশের মধ্যে এই গোলাগুলি হলো।
প্রসঙ্গত, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর থেকেই তলানিতে ঠেকে যাওয়া ভারত-পাক কূটনৈতিক সম্পর্ক আরও তলানিতে চলে গিয়েছে। এমন পরিস্থিতিতে ভারত যেমন প্রত্যাঘাত হানার প্রস্তুতি নিচ্ছে তেমনই সীমান্তের ওপারেও দেখা যাচ্ছে সামরিক তৎপরতা বৃদ্ধি। আর এরই মধ্যে নিয়ন্ত্রণরেখা বা ‘এলওসি’-র কাছে ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা। প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনাও। ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার কয়েক দিন পর দুই দেশের মধ্যে এই গোলাগুলি হলো।