
ওয়ারেন, ৪ মে : গত শুক্রবার দুপুরে শহরের স্বাদ দেশি কুইজিন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো মিশিগান ভিত্তিক বাংলাদেশি-আমেরিকান ক্রিকেট দল “ডেট্রয়েট আইস”-এর জার্সি উন্মোচন অনুষ্ঠান।
দুর্দান্ত এই দলটি খেলবে মিশিগান ক্রিকেট অ্যাসোসিয়েশন-এর আওতায় একটি ডিভিশনে। দলটির প্রধান দুই স্পনসর সহিদ-নেসা হোম কেয়ার এবং বিডি ফার্মেসি-এর পৃষ্ঠপোষকতায় দলটি তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহিদ-নেসা হোম কেয়ার-এর সিইও সুমন কবীর, বিডি ফার্মেসি-র স্বত্বাধিকারী ফাহাদ আজিজ, ডেট্রয়েট আইস দলের ম্যানেজার মাজেদুল ইসলাম, ম্যানেজার রাবেল আহমেদ, ম্যানেজার শিহাবুর রহমান, অধিনায়ক রুহুল আহমেদ, সহ-অধিনায়ক জাহেদ আহমেদ এবং দলের সকল তরুণ সদস্যবৃন্দ। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলা প্রেস ক্লাব মিশিগানের সভাপতি সাংবাদিক শামীম আহসান, রিয়েলটর কামাল উদ্দিন, লোন অফিসার সানি জায়গীরদার, কমিউনিটি ব্যক্তিত্ব কামরুল হাসান, মুর্শেদ রহমান, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কামরুজ্জামান হেলাল, সাহেল আহমেদ, ফয়সল আহমদ মুন্নাসহ আরও অনেকে।
জমকালো এই অনুষ্ঠানে প্রধান স্পন্সর সহিদ-নেসা হোম কেয়ার-এর স্বত্বাধিকারী সুমন কবীর এবং বিডি ফার্মেসি-র স্বত্বাধিকারী ফাহাদ আজিজ তাদের বক্তব্যে কমিউনিটির সকল তরুণদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় বেশি বেশি সম্পৃক্ত থাকার আহ্বান জানান।
ডেট্রয়েট আইস ক্রিকেট টিমে যারা আছেন মাজেদুল ইসলাম (ম্যানেজার), রাবেল আহমেদ (ম্যানেজার), শিহাবুর রহমান (ম্যানেজার), রুহুল আহমেদ (অধিনায়ক), জাহেদ আহমেদ (সহ-অধিনায়ক) । দলে অন্যান্য খেলোয়াড়ের মধ্যে রয়েছে শাফি আহমেদ, আবির আহমেদ, মাসুদ উদ্দিন, নাহিয়ান আহমেদ, ফাহাদ হাসান, মুস্তাক আহমদ, শাহ মাসুম, রিপন আহমেদ, খালেদ আহমেদ, জাকারিয়া আহমেদ, রাজু হোসেন, মোহাম্মদ মাজহারুল ইসলাম, পিংকু দাস, মুক্তাদিন হক, সুমিত ঝা, জোশি চৌধুরী, মেহদি চৌধুরী,
মোয়াজ কাইসার, আব্দুশ শুক্কুর, এমদাদ রহমান, রাজি চৌধুরী এবং এহতেশাম চৌধুরী। ডেট্রয়েট আইস টিমের ডিরেক্টর হিসেবে আছেন সুমন কবীর, অ্যাডভাইজার হিসেবে ফাহাদ আজিজ। অনুষ্ঠানে উপস্থিত সবাই নতুন এই দলটির সর্বাত্মক সাফল্য কামনা করেন। নবীন এবং প্রবীণদের মিলনে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও আনন্দঘন।
দুর্দান্ত এই দলটি খেলবে মিশিগান ক্রিকেট অ্যাসোসিয়েশন-এর আওতায় একটি ডিভিশনে। দলটির প্রধান দুই স্পনসর সহিদ-নেসা হোম কেয়ার এবং বিডি ফার্মেসি-এর পৃষ্ঠপোষকতায় দলটি তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহিদ-নেসা হোম কেয়ার-এর সিইও সুমন কবীর, বিডি ফার্মেসি-র স্বত্বাধিকারী ফাহাদ আজিজ, ডেট্রয়েট আইস দলের ম্যানেজার মাজেদুল ইসলাম, ম্যানেজার রাবেল আহমেদ, ম্যানেজার শিহাবুর রহমান, অধিনায়ক রুহুল আহমেদ, সহ-অধিনায়ক জাহেদ আহমেদ এবং দলের সকল তরুণ সদস্যবৃন্দ। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলা প্রেস ক্লাব মিশিগানের সভাপতি সাংবাদিক শামীম আহসান, রিয়েলটর কামাল উদ্দিন, লোন অফিসার সানি জায়গীরদার, কমিউনিটি ব্যক্তিত্ব কামরুল হাসান, মুর্শেদ রহমান, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কামরুজ্জামান হেলাল, সাহেল আহমেদ, ফয়সল আহমদ মুন্নাসহ আরও অনেকে।
জমকালো এই অনুষ্ঠানে প্রধান স্পন্সর সহিদ-নেসা হোম কেয়ার-এর স্বত্বাধিকারী সুমন কবীর এবং বিডি ফার্মেসি-র স্বত্বাধিকারী ফাহাদ আজিজ তাদের বক্তব্যে কমিউনিটির সকল তরুণদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় বেশি বেশি সম্পৃক্ত থাকার আহ্বান জানান।
ডেট্রয়েট আইস ক্রিকেট টিমে যারা আছেন মাজেদুল ইসলাম (ম্যানেজার), রাবেল আহমেদ (ম্যানেজার), শিহাবুর রহমান (ম্যানেজার), রুহুল আহমেদ (অধিনায়ক), জাহেদ আহমেদ (সহ-অধিনায়ক) । দলে অন্যান্য খেলোয়াড়ের মধ্যে রয়েছে শাফি আহমেদ, আবির আহমেদ, মাসুদ উদ্দিন, নাহিয়ান আহমেদ, ফাহাদ হাসান, মুস্তাক আহমদ, শাহ মাসুম, রিপন আহমেদ, খালেদ আহমেদ, জাকারিয়া আহমেদ, রাজু হোসেন, মোহাম্মদ মাজহারুল ইসলাম, পিংকু দাস, মুক্তাদিন হক, সুমিত ঝা, জোশি চৌধুরী, মেহদি চৌধুরী,
মোয়াজ কাইসার, আব্দুশ শুক্কুর, এমদাদ রহমান, রাজি চৌধুরী এবং এহতেশাম চৌধুরী। ডেট্রয়েট আইস টিমের ডিরেক্টর হিসেবে আছেন সুমন কবীর, অ্যাডভাইজার হিসেবে ফাহাদ আজিজ। অনুষ্ঠানে উপস্থিত সবাই নতুন এই দলটির সর্বাত্মক সাফল্য কামনা করেন। নবীন এবং প্রবীণদের মিলনে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও আনন্দঘন।