আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত 

আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০১:৩০:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০১:৩০:৩২ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি, ১২ মে : নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে সিটির ৫৪৫, নর্থ আলবেনি এভিনিউতে অবস্থিত বদর ফিল্ডে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ক্রিকেট টুর্নামেন্টে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি টুর্নামেন্টের সাফল্য কামনা করে আয়োজকদের ধন্যবাদ জানান ।
জয়ন্ত সিনহার সঞ্চালনায় বিএএসির সভাপতি শহীদ খান ,সাধারন সম্পাদক সোহেল আহমেদ, বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ট্রাস্টি বোর্ডের সভাপতি আবদুর রফিক, বেংগল ক্লাব এর সহ-সভাপতি আলী চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ।

ক্রিকেট টুর্নামেন্টে এম সোহেল আহমেদ এর দল সাত উইকেটে এসি টাইগার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী দলের অধিনায়ক ইকবাল হোসেন এর  হাতে ট্রফি সহ নগদ এক হাজার ডলার ও রানার্স আপ দলের অধিনায়ক এইচ এম শাহেদ এর হাতে ট্রফিসহ নগদ পাঁচশত ডলার তুলে দেন বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও বিএএসির সভাপতি শহীদ খান। ফরহাদ সিদ্দিক,রাহিন তাই, শাহীন, শাহেদ, মুন্না প্রমুখের সর্বাত্মক প্রচেষ্টায় ক্রিকেট টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com