ফের আন্দোলনে নামছেন সাত কলেজ শিক্ষার্থীরা

আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০১:০৫:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০১:০৫:২০ অপরাহ্ন
ঢাকা, ১৬ মে : রাজধানীর সরকারি সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে চলতি মাসের মধ্যেই অধ্যাদেশ জারি এবং দ্রুত অন্তবর্তী প্রশাসন গঠনের দাবিতে আবার আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আগামী শনিবার বিকেল ৪টায় ইডেন মহিলা কলেজের ১ নম্বর গেটে এ সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।
আজ শুক্রবার বিকেলে সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি ও ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. নাইম হাওলাদার গণমাধ্যমকে বলেন, অন্তর্বর্তী প্রশাসন গঠন এবং ৭ কলেজকে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো দিয়ে অধ্যাদেশ জারি করতে অনেক সময় লাগছে। ইউজিসি অন্তবর্তী প্রশাসন গঠনের একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে চূড়ান্ত অনুমোদনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। কিন্তু সেটি ঝুলে আছে৷। এমন পরিস্থিতিতে আমরা আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছি।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল হওয়ায় ভেস্তে গেছে চলতি শিক্ষাবর্ষে সাত কলেজে নতুন শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া।
এ বিষয়ে মন্তব্য জানতে আজ শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া মেলেনি। বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আগে কলেজগুলোর দায়িত্ব নিতে অন্তর্বর্তী প্রশাসন গঠনের কথা থাকলেও তা এখনো হয়নি। এ প্রশাসন গঠনের পর ভর্তি শুরুর রাস্তা খুলবে।
এ পরিস্থিতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সেশন জটের শঙ্কার কথা জানিয়ে কলেজগুলোর বর্তমান শিক্ষার্থীরা দ্রুত অন্তর্বর্তী প্রশাসন গঠন করার পরামর্শ দিয়েছেন।
গত ২৭ জানুয়ারি যখন ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত এল, তখন চলছিল ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থী ভর্তির আবেদন; যা পরে বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের দাবি মেনে সাত কলেজকে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো বা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে এ বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি।
প্রতিষ্ঠানিক কাঠামো গঠনের আগে কলেজগুলোর দায়িত্ব নিতে একজন অধ্যক্ষের নেতৃত্বে অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রস্তাব করেছে ইউজিসি। ইউজিসির পাঠানো ওই প্রস্তাবনা গত ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে সে অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে বলেছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু তা হয়নি।
ইউজিসি যে কাঠামোর প্রস্তাব করেছে, সে অনুযায়ী ইউজিসির একজন সদস্যের নেতৃত্বে গঠিত কমিটি সাত কলেজের নজরদারি সংস্থা হিসেবে কাজ করবে। কাঠামোটির পরিচালক হবেন নজরদারি সংস্থা মনোনীত সাত কলেজের মধ্য থেকে একজন ‘যোগ্য ও অভিজ্ঞ’ অধ্যক্ষ।
ঢাকার সরকারি সাতটি কলেজ হল- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে শিক্ষার্থী প্রায় দুই লাখ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com