মেট্রো ডেট্রয়েটে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আজ

আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০২:১৩:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০২:১৩:৩৮ অপরাহ্ন
ডেট্রয়েট, ৩০ জুন : জাতীয় আবহাওয়া পরিষেবা (NWS) পূর্বাভাস দিয়েছে, সোমবার দক্ষিণ-পূর্ব মিশিগানে গরম ও আর্দ্র আবহাওয়ার সঙ্গে বজ্রঝড় ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। ডেট্রয়েটে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৮৮ ডিগ্রিতে পৌঁছাতে পারে, এবং তাপমাত্রা অনুভবযোগ্য হবে ৯০ ডিগ্রির কাছাকাছি।
দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে বজ্রঝড়ের সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা হয়েছে। সর্বোচ্চ হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে ঘণ্টায় ৬০ মাইল গতিবেগের দমকা হাওয়া এবং মুষলধারে বৃষ্টিপাত, যা নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা সৃষ্টি করতে পারে।
ডেট্রয়েটে এক ইঞ্চির এক চতুর্থাংশ থেকে আধা ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আশা করা হচ্ছে। তুলনামূলকভাবে, শহরে জুন মাসের গড় বৃষ্টিপাত ৩.২৬ ইঞ্চি এবং জুলাই মাসে ৩.৫১ ইঞ্চি।
গ্রেট লেকস ওয়াটার অথরিটি জানিয়েছে, "আগামী কয়েক ঘণ্টার মধ্যে ২ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে এটি আঞ্চলিক জল নিষ্কাশন ব্যবস্থার সক্ষমতার মধ্যেই থাকবে।" তবুও সংস্থাটি সতর্ক করেছে যে, যেসব বাসিন্দারা নিম্নাঞ্চলে বসবাস করেন, তারা যেন সতর্ক থাকেন এবং তাঁদের বেসমেন্ট থেকে মূল্যবান জিনিসপত্র সরিয়ে ফেলেন।
এদিকে, মঙ্গলবার থেকে সপ্তাহের তাপমাত্রা আবারও স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকবে। আবহাওয়াবিদদের ভাষ্য অনুযায়ী, “এই সপ্তাহে গ্রীষ্মের একটি ক্লাসিক আবহাওয়ার ধারা দেখা যাবে।”
ডেট্রয়েটে মঙ্গলবার তাপমাত্রা থাকবে ৮৪ ডিগ্রির উপরে এবং বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাপমাত্রা থাকবে ৮০-এর দশকে।
শনিবার রাত থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে, যা রবিবারও বজায় থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
Source : http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com