আটলান্টিক সিটিতে বাংলাদেশি আমেরিকানদের মেয়র স্মল শিক্ষা বৃত্তি

আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০২:৪৯:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০২:৪৯:৩৬ অপরাহ্ন

আটলান্টিক সিটি, ১ জুলাই : নিউ জার্সি রাজ‍্যের আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র শিক্ষা বৃত্তি পেলো বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীরা। ৩০ জুন, সোমবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চেকের রেপ্লিকা তুলে দেন মেয়র মার্টি স্মল সিনিয়র । 
সোমবার ছিল আটলান্টিক সিটিতে বসবাসরত বিভিন্ন কমিউনিটির দ্বাদশ গ্রেড, কলেজ, মাস্টার্স ও ডক্টরেট কোর্সের শিক্ষার্থীদের জন্য স্বপ্নপূরনের দিন। এদিন একশ জনের বেশি  শিক্ষার্থী  মেয়র মার্টি স্মল সিনিয়র শিক্ষা বৃত্তির চেকের রেপ্লিকা গ্রহণ করে। তাদের  মধ্যে অনেক বাংলাদেশী শিক্ষার্থীও ছিল। তাদের সবার চোখে মুখে ছিল বৃত্তি প্রাপ্তির পূর্ণতা, খুশি ও  আনন্দের ঝিলিক। 
মেয়র মার্টি স্মল সিনিয়র  শিক্ষা বৃত্তি প্রোগ্রামটি গত দুই বছর ধরে চালু আছে। এবছর তৃতীয় বারের মতো এই  শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। এই  শিক্ষা বৃত্তির  আওতায় একজন শিক্ষার্থী দশ হাজার ডলার সমমূল্যের বৃত্তি পেয়ে থাকে, যেখানে  বাংলাদেশী আমেরিকান শিক্ষার্থীদের জয়জয়কার।

ওইদিন বিকালে সিটির স্টিল পিয়ারে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চেকের রেপ্লিকা তুলে দেন। এসময় তাদের অভিবাবক ও সুধীজনরা তুমুল করতালি ও উল্লাসধ্বনির মাধ্যমে তাদের অভিনন্দন জানান। 
অনুষ্ঠানে স্কলারশিপ কমিটির সদস্য, নগর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তা, স্কুল জেলার সুপারিনটেনডেন্ট ড: লা কোয়েটা স্মল, সিটি কাউন্সিলরগণ , আটলান্টিক সিটির স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন ।
মেয়র মার্টি স্মল সিনিয়র  শিক্ষা বৃত্তি প্রোগ্রামে বাংলাদেশী-আমেরিকান শিক্ষার্থীদের সার্বিক সাফল্যের মাধ্যমে এটাই প্রমান করে যে মেধা ও মননে তারা অন‍্য কারও চেয়ে পিছিয়ে নেই। দশ হাজার ডলার সমমূল্যের এই বৃত্তি শিক্ষার্থীদের আমেরিকান ড্রিম বাস্তবায়নে যে  উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এতে কোনো সন্দেহই নেই।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com