
আইল্যান্ড সিটি, নিউইয়র্ক : বাংলা নববর্ষ ১৪৩২ এবং রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক-এর উদ্যোগে গত ২৭ জুন বিকেল ৫টা ৩০ মিনিটে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন কনস্যুলেটের হেড অফ চ্যান্সারি ও কাউন্সেলর ইশরাত জাহান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নবনিযুক্ত কনসাল জেনারেল এম. মোজাম্মেল হক।
তিনি বলেন, নতুন আশা, নতুন উদ্দীপনা আর নতুন প্রতিশ্রুতি নিয়ে নববর্ষ আমাদের মাঝে এসেছে। বিগত দিনের সকল হতাশা, দুঃখ, বেদনা আর গ্লানিকে পেছনে ফেলে জীবনের জয়গানের বার্তা নিয়ে আসে বৈশাখ। তিনি আরও বলেন, হাজার বছরের ঐতিহ্যে লালিত বাঙালির সমৃদ্ধ চেতনার মূল প্রেরণা বৈশাখী উৎসব। গোঁত্র, বর্ণ, ধর্ম, জাতি নির্বিশেষে এটি সকল বাঙালির সার্বজনীন উৎসব।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন নন্দিত শিল্পী রিজিয়া পারভীন, রেশমী মির্জা, তমা সাহা ও বাউল শিল্পী শাহীন হোসেনসহ আরও অনেকে। পরিবেশনায় উঠে আসে রবীন্দ্র-নজরুলের কালজয়ী গান ও সাহিত্যচেতনা।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের কূটনৈতিক ব্যক্তিত্ব, নিউইয়র্ক প্রবাসী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কবি-সাহিত্যিক, সাংবাদিক, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন কনস্যুলেটের হেড অফ চ্যান্সারি ও কাউন্সেলর ইশরাত জাহান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নবনিযুক্ত কনসাল জেনারেল এম. মোজাম্মেল হক।
তিনি বলেন, নতুন আশা, নতুন উদ্দীপনা আর নতুন প্রতিশ্রুতি নিয়ে নববর্ষ আমাদের মাঝে এসেছে। বিগত দিনের সকল হতাশা, দুঃখ, বেদনা আর গ্লানিকে পেছনে ফেলে জীবনের জয়গানের বার্তা নিয়ে আসে বৈশাখ। তিনি আরও বলেন, হাজার বছরের ঐতিহ্যে লালিত বাঙালির সমৃদ্ধ চেতনার মূল প্রেরণা বৈশাখী উৎসব। গোঁত্র, বর্ণ, ধর্ম, জাতি নির্বিশেষে এটি সকল বাঙালির সার্বজনীন উৎসব।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন নন্দিত শিল্পী রিজিয়া পারভীন, রেশমী মির্জা, তমা সাহা ও বাউল শিল্পী শাহীন হোসেনসহ আরও অনেকে। পরিবেশনায় উঠে আসে রবীন্দ্র-নজরুলের কালজয়ী গান ও সাহিত্যচেতনা।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের কূটনৈতিক ব্যক্তিত্ব, নিউইয়র্ক প্রবাসী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কবি-সাহিত্যিক, সাংবাদিক, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।