মাধবপুরে ৪৫০ শিক্ষার্থীর মাঝে এস এম ফয়সল শিক্ষাবৃত্তি

আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০১:৫৫:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০১:৫৭:১২ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ), ১৫ জুলাই: মাধবপুরে এস এম ফয়সল মেধা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল। তিনি বলেন, “যতদিন বেঁচে থাকব, মানুষের কল্যাণে কাজ করে যাব। আসন্ন জাতীয় নির্বাচনে আমি হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিচ্ছি। সবার সহযোগিতা চাই, দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে।”
বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান
সায়হাম কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মো. ইশতিয়াক, সায়হাম গ্রুপের এইচআর প্রধান ক্যাপ্টেন (অব.) লিয়াকত হোসেন, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, অভিভাবক প্রতিনিধি জগদীশ গোপ, প্রধান শিক্ষক রজব আলী এবং অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৫০ জন শিক্ষার্থীর মাঝে ৯ লক্ষ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। আয়োজকরা জানান, ২০২৫ সালে মাধবপুর উপজেলার ৩২টি মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে মোট ৩২ লক্ষ টাকা বৃত্তি বিতরণ করা হবে।
উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে এস এম ফয়সল মেধাবী ও গরিব শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে ব্যক্তিগত উদ্যোগে এই বৃত্তি প্রদান করে আসছেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com