
গোপালগঞ্জ, ১৭ জুলাই : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সমাবেশ ঘিরে সহিংসতার পর গোপালগঞ্জে জারি করা কারফিউ আরও একদিন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট নতুন নোটিশে জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে। তবে ওই দিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য কারফিউ শিথিল থাকবে।
এর আগে বুধবার রাত ৮টা থেকে শুরু হওয়া ২২ ঘণ্টার কারফিউ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শেষ হওয়ার কথা ছিল। এনসিপির পদযাত্রা ও সভা ঘিরে সংঘর্ষ এবং প্রাণহানির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে বুধবার রাত ৮টা থেকে শুরু হওয়া ২২ ঘণ্টার কারফিউ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শেষ হওয়ার কথা ছিল। এনসিপির পদযাত্রা ও সভা ঘিরে সংঘর্ষ এবং প্রাণহানির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।