সংবাদ সম্মেলনের জন্য নীতিমালা প্রণয়ন

বাংলা প্রেসক্লাব মিশিগানের নতুন সেশনের প্রথম সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ১২:৫৮:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৭-২০২৫ ১২:২৪:৪৮ পূর্বাহ্ন
ওয়ারেন, ১৯ জুলাই : বাংলা প্রেস ক্লাব মিশিগান সংবাদ সম্মেলন আয়োজন ও অংশগ্রহণের জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। কমিউনিটির বিভিন্ন সংগঠন কিংবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে কেউ সংবাদ সম্মেলন করতে চাইলে প্রত্যাশী সংগঠন কিংবা ব‍্যক্তিকে কমপক্ষে এক সপ্তাহ আগে প্রেস ক্লাবের দায়িত্বশীলদের সঙ্গে লিখিতভাবে যোগাযোগ করতে হবে। তবে জরুরি প্রয়োজনের ক্ষেত্রে এক সপ্তাহ আগে পূর্বানুমতি শীতল থাকবে। প্রেসক্লাবের সভাপতি সৈয়দ শাহেদুল হক এবং সেক্রেটারি জেনারেল তোফায়েল রেজা সোহেল যৌথ বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। তারা জানান, সম্প্রতি অনুষ্ঠিত প্রেস ক্লাবের ২০২৫-২০২৬ সেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 
 বৈঠকে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি সৈয়দ শাহেদুল হক। সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রেসক্লাব জেনারেল সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল। বৈঠকে ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন। 
তারা বলেন, এই নীতিমালা স্থানীয় বাংলা গণমাধ্যমকর্মীদের জন্য একটি নির্দেশিকা হিসেবে কাজ করবে এবং এর মাধ্যমে সংবাদ সম্মেলনের মান আরও উন্নত হবে।
এছাড়া কখনো কখনো একই দিনে একাধিক অনুষ্ঠান থাকায় অনেক সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকে। এই বিড়ম্বনা এড়াতে অনুষ্ঠান আয়োজক কমিটির পক্ষ থেকে প্রেস ক্লাব বরাবরে অনুষ্ঠানের ছবি ও ভিডিও ফুটেজসহ প্রেস বিজ্ঞপ্তি পাঠানোর আহবান জানানো হয়। এই পদক্ষেপের ফলে সংবাদ সংগ্রহের প্রক্রিয়া আরও সুসংগঠিত হবে। 
প্রেসক্লাব সভাপতি সৈয়দ সাহেদুল হক এবং সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল বলেন, প্রেস ক্লাবের সদস্যরা জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। কোনো কোনো ক্ষেত্রে নিজেদের কর্মক্ষেত্র এবং পারিবারিক সময় সংকোচিত করে কমিউনিটিকে সংবাদ শিল্পের মহৎ এই সেবা দিয়ে যাচ্ছেন সাংবাদিকরা।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com