উত্তরার স্কুলে বিমান বিধ্বস্ত : প্রাণ গেল ২৭ জনের, চলছে রাষ্ট্রীয় শোক

আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০১:০০:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০১:০০:২১ পূর্বাহ্ন
ঢাকা, ২২ জুলাই : রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৭ জনের মৃত্যু এবং বহু মানুষের আহত হওয়ার ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) দেশব্যাপী একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত জানানো হয়। এরপর রাতেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, “বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিদ্যালয়ের ভবনে বিধ্বস্ত হয়ে কোমলমতি শিশুদের মৃত্যু এবং বহু মানুষের আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত। এ ঘটনায় মঙ্গলবার সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।”
রাষ্ট্রীয় শোক উপলক্ষে মঙ্গলবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সব শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একইসঙ্গে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিস্ফোরণ এবং আগুনে ক্লাসে থাকা বহু শিক্ষার্থী হতাহত হন। এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, যাদের মধ্যে ২৫ জনই শিশু। আহত অবস্থায় ৭৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com