মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না : জামায়াত আমির

আপলোড সময় : ২২-০৭-২০২৫ ১২:৪৫:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৭-২০২৫ ১২:৪৫:৪২ অপরাহ্ন
পাবনা, ২২ জুলাই : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের সংখ্যা আরও বেশি হতে পারে। তিনি বলেন, “২৭ জন নিহত, এটা বিশ্বাস করি না। এর চেয়ে বেশি সংখ্যা হবে।” নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, “আমরা দোয়া করি তারা জান্নাতবাসী হোক। সংগঠন হিসেবে আমরা নিহতদের পরিবার ও আহতদের পাশে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখব—অর্থ, রক্ত, যা যা দরকার, আমাদের সহকর্মীরা দেবে।”
মঙ্গলবার বিকেল ৩টায় পাবনার ঈশ্বরদীর আলহাজ টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলমের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, “যেখানে দুর্নীতি, সেখানেই প্রতিবাদ হবে। যতদিন দেশের মানুষের মুক্তি না মিলবে, ততদিন লড়াই চলবে। পেছনের জালিম ও সামনের জালিম যতই শক্তিশালী হোক, জামায়াত তার চেয়েও শক্তিশালী হবে। কোনো জালিমকে ভয় করে না জামায়াত।”
তিনি আরও বলেন, “আল-কুরআন মানবজাতির শ্রেষ্ঠ গ্রন্থ। কুরআনের দেখানো পথ ধরেই বাংলাদেশে ইসলাম কায়েম হবে। দুর্নীতির জাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে। দুর্নীতিবাজের অস্তিত্বও দেশে থাকতে দেব না।”
মোস্তাফিজুর রহমান কলমকে স্মরণ করে তিনি বলেন, “ঢাকায় যাওয়ার পথে আমাদের দলের একনিষ্ঠ কর্মী কলম অদেখা কলম আমাদের হাতে দিয়ে গেছেন। তার পরিবারের সব দায়িত্ব জামায়াত নিয়েছে।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা লড়াই করতে প্রস্তুত তো? অনিয়ম, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবেই। আল্লাহ যেন আমাদের দৌড়ের ওপর থেকে দুনিয়ার জীবন শেষ করে শহীদ হিসেবে কবুল করেন।”
ডা. শফিকুর রহমান তার সফরের শুরুতে খুলনার দাকোপে গিয়ে দলীয় আমির আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে হেলিকপ্টারে পাবনার ঈশ্বরদীতে পৌঁছে মৃত মোস্তাফিজুর রহমান কলমের কবর জিয়ারত ও পরিবার পরিজনের সঙ্গে সাক্ষাৎ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, সাবেক জেলা আমির মাওলানা আব্দুর রহিম, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো. ইকবাল হোসাইন, সেক্রেটারি আব্দুল গাফ্ফার খান ও আবু সালেহ আব্দুল্লাহসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com