ইস্টপয়েন্টে গুলির ঘটনায় আহত ১, তিনজন গ্রেপ্তার

আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০১:০১:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০১:০১:১২ পূর্বাহ্ন
ইস্টপয়েন্ট, ২৪ জুলাই : গত মঙ্গলবার বিকেলে ইস্টপয়েন্টে গুলির ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, ওইদিন বিকাল ৪টা ২০ মিনিটে স্টিফেন্সের কাছে কেলি রোডের ২৪০০০ ব্লকে গুলির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে এক ব্যক্তিকে পেটে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়, যাকে তাৎক্ষণিক সহায়তা দেওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এক প্রত্যক্ষদর্শীর ফোন কলে জানান, তিনজন ব্যক্তি এলাকা থেকে পালিয়ে যাচ্ছেন। এরপর রোজভিল পুলিশ, মিশিগান স্টেট পুলিশ, সেন্ট ক্লেয়ার শোরস পুলিশের ক্যানাইন ইউনিট ও ড্রোন ইউনিটের সহায়তায় তল্লাশি চালিয়ে তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে অপরাধ-সম্পর্কিত প্রমাণও উদ্ধার করা হয়েছে। বিষয়টি পর্যালোচনার জন্য ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটরের অফিসে পাঠানো হবে।
এ নিয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে, ইস্টপয়েন্ট পুলিশ বিভাগের গোয়েন্দা ব্যুরোর (586) 445-5100 এক্সটেনশন 1025 এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com