মিশিগানে গুলি ও ধাওয়ার ঘটনায় যুবকের বিরুদ্ধে ২৫টি গুরুতর অভিযোগ

আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৬:১৯:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৬:১৯:৩৭ অপরাহ্ন
ওসিওলা কাউন্টি, ২৫ জুলাই : মিশিগানের ওসিওলা ও ওয়েক্সফোর্ড কাউন্টিতে বাড়িতে আক্রমণ ও পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে মোট ২৫টি গুরুতর অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত ২৭ বছর বয়সী ড্যারিন রশিদ মার্টিন, ম্যারিয়ন শহরের বাসিন্দা।
বুধবার, মার্টিনকে ওসিওলা কাউন্টির ৭৭তম জেলা আদালতে ম্যাজিস্ট্রেট থিয়া টাইটাসের সামনে হাজির করা হয়।বুধবার, মার্টিনকে ওসিওলা কাউন্টির ৭৭তম জেলা আদালতে ম্যাজিস্ট্রেট থিয়া টাইটাসের সামনে হাজির করা হয়। অভিযোগগুলোর মধ্যে রয়েছে- হত্যার উদ্দেশ্যে হামলার ৬টি অভিযোগ (যাবজ্জীবন দণ্ডযোগ্য), প্রথম-ডিগ্রি বাড়িতে অনধিকার প্রবেশ ও আক্রমণের ১টি অভিযোগ (সর্বোচ্চ ২০ বছর), মোটরগাড়ি থেকে অস্ত্র প্রদর্শনের ২টি অভিযোগ (সর্বোচ্চ ১০ বছর), গাড়িতে গোপনে অস্ত্র বহনের ৩টি অভিযোগ (সর্বোচ্চ ৫ বছর),
অপরাধীর দ্বারা আগ্নেয়াস্ত্র ধারণের ২টি অভিযোগ (সর্বোচ্চ ৫ বছর), তৃতীয়-ডিগ্রির পালানো ও পুলিশ অফিসারকে এড়িয়ে যাওয়ার একটি অভিযোগ (সর্বোচ্চ ৫ বছর), পুলিশ অফিসারকে প্রতিরোধ ও বাধা প্রদানের ৫টি অভিযোগ (সর্বোচ্চ ২ বছর করে), গুরুতর অপরাধ সংঘটনের সময় আগ্নেয়াস্ত্র বহনের ৫টি অভিযোগ (সর্বোচ্চ ২ বছর করে)
গত ১০ জুলাই  মিশিগান রাজ্য পুলিশ এবং ওয়েক্সফোর্ড কাউন্টি শেরিফের অফিস একটি কথিত হামলা এবং বাড়িতে আক্রমণের রিপোর্টের প্রতিক্রিয়া জানায়। কর্তৃপক্ষ সাক্ষীর বর্ণনার সাথে মিলে যাওয়া একটি গাড়িকে থামাতে গেলে চালক পালিয়ে যায়। যার ফলে দ্রুতগতিতে ধাওয়া শুরু হয়। ধাওয়ার সময় ব্যক্তিটি পুলিশকে লক্ষ্য করে একাধিকবার গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে। পরে গাড়ি উল্টে গেলে সে পায়ে হেঁটে একটি খামারের জমিতে পালিয়ে যায়।
পুলিশ জানায়, অফিসাররা ধাওয়া করে তাকে ঘিরে ফেলে এবং বারবার অস্ত্র ফেলে দিতে বললেও সে গুলি চালানোর ভঙ্গিতে বন্দুক তুলে ধরলে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। পরে ঘটনাস্থলে এবং হাসপাতালে তার চিকিৎসা করা হয়।
মার্টিনের বিরুদ্ধে তখনও কোনো আইনজীবী নিযুক্ত হয়নি। আগামী ৩১ জুলাই তার আবার আদালতে হাজিরা নির্ধারিত আছে। আদালত তার বন্ড ৭৫০,০০০ ডলার নির্ধারণ করেছে।
মিশিগান অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল এক বিবৃতিতে বলেন, “এই ঘটনার মাধ্যমে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার প্রতি চরম অবজ্ঞা প্রকাশ পেয়েছে। আমাদের বিভাগ নিশ্চিত করবে, এমন ব্যক্তিরা যেন পুরোপুরি জবাবদিহির মুখোমুখি হয়।”
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com