হবিগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৭:৩৭:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৭:৩৭:৫০ অপরাহ্ন
মাধবপুর, (হবিগঞ্জ) : জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৫৫ বিজিবি কর্তৃক তিনটি পৃথক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে বিজিবির  সদস্যরা মোট ২৯ লক্ষ ২৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য এবং মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়।
হবিগঞ্জ ৫৫ বিজিবির তথ্য অনুযায়ী, ৫৫ বিজিবির সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে মাধবপুর উপজেলাধীন সীমান্ত হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেলিয়াপাড়া ১০ নং চা বাগান নামক স্থানে চোরাচালানী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি সদস্যরা তথ্য অনুযায়ী সম্ভাব্য সন্দেহজনক স্থান তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২৭,৮১,০০০/- (সাতাশ লক্ষ একাশি হাজার) টাকা মূল্যের ভারতীয় জিরা এবং ফুসকা জব্দ করতে সক্ষম হয়। এছাড়া চুনারুঘাট উপজেলাধীন গুইবিল বিওপির নিয়মিত টহল দল সীমান্তবর্তী বিভিন্ন স্থানে  অভিযান চালিয়ে ২৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। পাশাপাশি মাধবপুর উপজেলাধীন তেলিয়াপাড়া এবং মনতলা বিওপি হতে পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৪ কেজি ভারতীয় গাঁজা ও ১২ ক্যান বিয়ার জব্দ করেছে।  হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে আটককৃত মালামাল এবং মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হচ্ছে। 
চোরাচালান বিরোধী পরিচালিত অভিযানের বিষয়ে হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান ও মাদকদ্রব্যের ভয়াবহতা থেকে দেশ ও সমাজকে রক্ষা করাই আমাদের অঙ্গীকার। সাম্প্রতিক অভিযানে আটক পণ্যগুলো ৫৫ বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানের সার্থকতার প্রতিফলন।”
তিনি আরও বলেন, “সরাইল রিজিয়নের আওতাধীন শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ ৫৫ বিজিবি নিয়মিতভাবে দায়িত্বপূর্ণ দুর্গম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, চলতি জুলাই মাসে এই পর্যন্ত ৫৫ বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে মোট ২ কোটি ৩৫ লক্ষ ১২ হাজার ৫০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করেছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com