ই. কোলাইয়ের কারণে ওয়াশটেনউ কাউন্টির সৈকতে সাঁতার নিষিদ্ধ

আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০১:৪৩:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০১:৪৩:১৫ পূর্বাহ্ন
ওয়াশটেনউ কাউন্টি, ৮ আগস্ট: ওয়াশটেনউ কাউন্টি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ই. কোলাই ব্যাকটেরিয়ার উচ্চ মাত্রার কারণে হুইটমোর লেকের ইন্ডিপেন্ডেন্স লেক সৈকতে সাঁতার সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। বুধবার ঘোষণায় জানানো হয়, সৈকত বন্ধ থাকলেও মাছ ধরা বা পানিতে শরীরের সংস্পর্শ ছাড়াই অন্যান্য বিনোদনমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া যাবে।
গ্রীষ্মকালে নিয়মিত পরীক্ষায় এই ব্যাকটেরিয়ার মাত্রা ধরা পড়ে। জনস্বাস্থ্য সুরক্ষায় মেমোরিয়াল ডে থেকে শ্রম দিবস পর্যন্ত কাউন্টির পাঁচটি পাবলিক সৈকতে নিয়মিতভাবে পানির নমুনা সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হয়। নিরাপদ মাত্রায় না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (CDC)-এর তথ্য অনুযায়ী, ই. কোলাই সাধারণত সুস্থ মানুষের অন্ত্রে থাকে, তবে কিছু স্ট্রেন গুরুতর সংক্রমণ, অসুস্থতা বা কিডনি বিকলের কারণ হতে পারে। মিশিগান পাবলিক হেলথ কোডে সৈকতের পানিতে ব্যাকটেরিয়ার সর্বোচ্চ সীমা নির্ধারিত রয়েছে, যা অতিক্রম করলে সৈকত বন্ধ ঘোষণা করা হয়।
গত গ্রীষ্মেও একই কারণে ইন্ডিপেন্ডেন্স লেক সৈকতে সাঁতার নিষিদ্ধ হয়েছিল। যারা নমুনা সংগ্রহ সংক্রান্ত তথ্য জানতে চান বা বিশ্বাস করেন যে প্রভাবিত পানিতে সাঁতারের পর তারা অসুস্থ হয়েছেন, তারা ওয়াশটেনউ কাউন্টি এনভায়রনমেন্টাল হেলথ ডিপার্টমেন্টে (734) 222-3800 নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা www.washtenaw.org/envhealth ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। সৈকত পুনরায় খোলার আপডেট স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হবে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com