সিলেট ও মৌলভীবাজারে একই রাতে ছুরিকাঘাতে দুই যুবকের মৃত্যু

আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০১:৫৬:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০১:৫৯:১০ পূর্বাহ্ন
ফয়জুর রহমান রুবেল ও ডালিম আহমেদ

সিলেট, ৮ আগস্ট : গতকাল বৃহস্পতিবার রাতে সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই যুবকের মৃত্যু হওয়ায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।
প্রথম ঘটনাটি ঘটে সিলেট নগরীর সুরমা নদী তীরবর্তী ক্বীনব্রিজের নিচে, যেখানে ডালিম আহমেদ (৩৫) নামের এক যুবক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। অপর ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার জেলার শমসের নগর রোডে, যেখানে ব্যবসায়ী ফয়জুর রহমান রুবেল (৪২) ছুরিকাঘাতে নিহত হন।
নিহত ডালিম আহমেদ ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা এলাকার লোকমান মিয়ার ছেলে। অপরদিকে রুবেল কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ও মৌলভীবাজার শহরের সদাইপাতি মার্কেটের এফ রহমান ট্রেডিংয়ের মালিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর দোকানে একাকী ছিলেন রুবেল। হঠাৎ ৩-৪ জন দুর্বৃত্ত দোকানে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। কিন্তু রাতেই তিনি মারা যান। সদাইপাতি মার্কেটের ব্যবসায়ীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের বলেন, "ঘটনার পর থেকে পুলিশ তদন্তে নেমেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।"
অন্যদিকে সিলেট নগরের সুরমা নদী তীরবর্তী ক্বীনব্রিজের নিচে ডালিমকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় জনতা ও পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক জানান, রুবেলের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com