যুক্তরাষ্ট্রে ইঞ্জিনিয়ার ম্যানেজমেন্টে মাস্টার্স করলেন হবিগঞ্জের তন্ময় আচার্য্য

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০২:৩৫:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০২:৩৬:৫২ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাক, ১১ আগস্ট : হবিগঞ্জ জেলার কৃতি সন্তান তন্ময় আচার্য্য যুক্তরাষ্ট্রের ওয়েইন স্টেট ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ার ম্যানেজমেন্টে সাফল্যের সাথে মাস্টার অব সায়েন্স (M.S.) ডিগ্রি অর্জন করেছেন।
তন্ময়ের শিক্ষাজীবনের শুরুতেই ছিল অসাধারণ মেধা ও পরিশ্রম। ২০০৭ সালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে জিপিএ ৪.৮৮ পেয়ে এসএসসি পাশ করেন। এরপর ২০০৯ সালে ঢাকা সিটি কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে এইচএসসি সম্পন্ন করেন। এসএসসি ও এইচএসসিতে তার এই অসাধারণ ফলাফলের জন্য সিলেট ও ঢাকা বিভাগ থেকে শিক্ষা বৃত্তি লাভ করেন।
শিক্ষাজীবন শুরু করেছিলেন ২০১০ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে অনার্স কোর্সে ভর্তি হয়ে এক বছর অধ্যয়ন করে, পরবর্তীতে পিতামাতার সাথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
যুক্তরাষ্ট্রে এসে তার জীবনযাত্রার শুরুতে পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় সাপ্তাহিক মজুরির ভিত্তিতে একটি কোম্পানিতে কাজ শুরু করেন। কিন্তু উচ্চশিক্ষার প্রতি তার আগ্রহ ছিল অবিরত। তাই কাজের পাশাপাশি ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন এবং ২০২১ সালে অনার্স কোর্স সম্পন্ন করেন, যার জন্য তিনি স্টার মার্ক লাভ করেন।
শিক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রে দক্ষতা অর্জনে তিনি আমেরিকান এক্সেল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এ আইটি অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার এবং হারমান ইন্টারন্যাশনালে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ইন্টার্ন হিসেবে কাজ করেন। এছাড়া ওয়েইন স্টেট বিশ্ববিদ্যালয়ে আইটি সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেন।
তন্ময় বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্র সংঘের প্রাক্তন সেক্রেটারি এবং ডেট্রয়েট মাল্টিকালচারাল অর্গানাইজেশনের প্রাক্তন প্রতিনিধি ও শো সমন্বয়কারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মিশিগানের টিউটোরিয়াল হোমেও তিনি একজন অবৈতনিক টিউটর হিসেবে সেবা দিয়েছেন।
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের এলজি ইলেকট্রনিক্সে সিনিয়র সফটওয়্যার ভ্যালিডেশন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। ২০২০ সালে তিনি এলজি ইলেকট্রনিক্সের অটো ভেহিকেল ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রদত্ত স্টার রিকগনিশন অ্যাওয়ার্ড লাভ করেন, যা তার দক্ষতা ও শ্রমের স্বীকৃতি।
তন্ময় মিশিগান রাজ্য থেকে প্রকাশিত অনলাইন নিউজপোর্টাল সুপ্রভাত মিশিগান’র সম্পাদক চিন্ময় আচার্য্য ও গৌরি আচার্য্য বেবীর প্রথম পুত্র।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com