পূর্ব ডেট্রয়েটে শব্দ নিয়ে বিরোধে চারজন গুলিবিদ্ধ

আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১২:০০:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৫ ১২:০০:০৯ অপরাহ্ন
ডেট্রয়েট, ১২ আগস্ট : সোমবার রাতে পূর্ব ডেট্রয়েটের একটি প্রবীণ নাগরিকদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে শব্দ নিয়ে প্রতিবেশীদের মধ্যে বিরোধের জেরে চারজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ডেপুটি পুলিশ প্রধান আর্নল্ড উইলিয়ামস বলেছেন, আহতদের বয়স ৬০-এর দশকের শুরু থেকে ৭০-এর শেষের দিকে এবং সবাই স্থিতিশীল অবস্থায় আছেন। কর্তৃপক্ষের মতে,  রাত ৯টা ৩০ মি,নিটের  দিকে শেরিডান স্ট্রিটের কাছে জেফারসন অ্যাভিনিউয়ের ৭৫০০ ব্লকে এ ঘটনা ঘটে। 
ডেপুটি পুলিশ প্রধান আর্নল্ড উইলিয়ামস জানান, পুলিশ প্রথমে তিনজন আহতকে খুঁজে পেলেও পরে চতুর্থজনকে তার অ্যাপার্টমেন্টে পাওয়া যায়। ঘটনাস্থল থেকে যে অস্ত্র উদ্ধার করা হয়েছে, তা ব্যবহৃত অস্ত্র বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আহতদের মধ্যে একজন শব্দ নিয়ে বিরোধের জেরে অন্য তিনজনকে গুলি করেছেন। বিল্ডিংয়ের পিছনে বারবিকিউ ও আনন্দ-আয়োজন করছিল এমন প্রতিবেশীদের উচ্চ শব্দে বিরক্ত হয়ে তিনি হুমকি দেন, এবং পরে গুলি চালিয়ে তিনজনকে আহত করেন। গুলিবিদ্ধদের একজন সন্দেহভাজনকে কাবু করে অস্ত্র ফেলে দিতে বাধ্য করেন। পরে একজন "ভালো সামারিটান" অস্ত্রটি তুলে নিয়ে গুলি চালিয়ে সন্দেহভাজনকেও আহত করেন। সন্দেহভাজন ষাটোর্ধ এক নারী।
পুলিশ জানায়, সন্দেহভাজন ও ভুক্তভোগীরা সবাই ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটিকে ডেপুটি চিফ উইলিয়ামস "সম্পূর্ণ অযৌক্তিক" বলে অভিহিত করেন। তিনি বলেন, “এটি এমন এক ধরনের গুলি, যা এতটাই অযৌক্তিক যে এর ব্যাখ্যা দেওয়াই কঠিন। মানুষ যখন সাধারণ সমস্যা শান্তভাবে সমাধান করতে পারে না, তখনই আবারও এমন ঘটনা ঘটে। শুধু কেউ জোরে গান বাজাচ্ছে বলে বন্দুক হাতে নেওয়া উচিত নয়, এটা পুরোপুরি অযৌক্তিক। বিশেষ করে যখন আপনার বয়স ৭০-এর কোঠায়, তখন এ ধরনের আচরণ একেবারেই মানায় না।”
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com