নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করাই বিএনপির মূল রাজনীতি : তারেক রহমান

আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১২:২০:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৫ ১২:২০:১৫ অপরাহ্ন
ছবি সৌজন্যে ঢাকা পোস্ট 

ঢাকা, ১২ আগস্ট : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করাই আগামী দিনে বিএনপির প্রধান রাজনৈতিক লক্ষ্য। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার সুযোগ দিন।” তিনি বলেন, “ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে।”
মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে তিনি অংশ নেন।
তারেক রহমান বলেন, “বিএনপি অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ গড়ে তুলতে চায়। প্রতিহিংসা এড়িয়ে চললে দেশের সকল সম্ভাবনার দ্বার খুলে যাবে। স্লোগান নয়, বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করে।”
তিনি আরও বলেন, “জনগণ এখন প্রচলিত রাজনীতির পরিবর্তন চায়। শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চায়। তাই কর্মসংস্থানের রাজনীতি চালু করা হবে। জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পারলে তা দেশের জন্য আশীর্বাদ হবে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও ছাত্র দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন, সাংবাদিক মুক্তাদির রশীদ রুমি ও শরীফুল ইসলাম খান, নাট্য নির্মাতা মাসরুর রশীদ বান্নাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাফসীর, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বক্তব্য রাখেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com