শিশু যৌন নির্যাতনের অভিযোগে  মিশিগানের প্রাক্তন বাসিন্দা গ্রেপ্তার

আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০১:০৭:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০১:০৭:০৫ পূর্বাহ্ন
জেমস কার্টার/Hillsdale County Sheriff's Office 

হিলসডেল, ১৫ আগস্ট : ২০০৮ সালে এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত মিশিগানের প্রাক্তন বাসিন্দা জেমস কার্টারকে হিলসডেল কাউন্টিতে ছয়টি গুরুতর অপরাধের অভিযোগে বিচারের জন্য আটক করা হয়েছে।
৬২ বছর বয়সী কার্টার, যিনি বর্তমানে জর্জিয়ার লরেন্সভিলে বসবাস করছেন। কিন্তু পূর্বে মিশিগানের ওগেমাউ কাউন্টির প্রেসকটে থাকতেন। তার বিরুদ্ধে প্রথম-ডিগ্রি অপরাধমূলক যৌন আচরণের চারটি এবং অনৈতিক উদ্দেশ্যে শিশু নির্যাতনের দুটি অভিযোগ আনা হয়েছে।
মিশিগান অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল জানিয়েছেন, মামলাটি অপারেশন সারভাইভার জাস্টিসের অংশ, যা মিশিগান অ্যাটর্নি জেনারেলের অফিস, স্থানীয় কাউন্টি প্রসিকিউটর এবং ইউএস মার্শাল সার্ভিসের যৌথ উদ্যোগ। এর লক্ষ্য পলাতক অভিযুক্তদের খুঁজে বের করা ও বিচারের মুখোমুখি করা।
কর্তৃপক্ষের অভিযোগ, ২০০৮ সালে কার্টার একজন নাবালক এবং অন্য একজন ভুক্তভোগীর বিরুদ্ধে যৌন নির্যাতন চালিয়েছিলেন। কার্টারের বিরুদ্ধে ২০১১ সালে হিলসডেল কাউন্টিতে অভিযোগ দায়ের করা হয়। তিনি জর্জিয়ায় অবস্থান করায় মার্কিন মার্শালরা তাকে খুঁজে মিশিগানে প্রত্যর্পণ করেছে।
মিশিগানের প্রথম সার্কিট আদালতে তার পরবর্তী শুনানি সোমবার অনুষ্ঠিত হবে। আদালতের রেকর্ড অনুযায়ী, কার্টারের বন্ড নির্ধারণ করা হয়েছে ১০০,০০০ ডলার। প্রথম-ডিগ্রি অপরাধমূলক যৌন আচরণের অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে।
Source & Photo: http://detroitnews.com

 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com