ওয়্যারলেস বার্তা ফাঁস : সিএমপির কনস্টেবল গ্রেপ্তার

আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০২:০০:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০২:০০:৫৪ পূর্বাহ্ন
চট্টগ্রাম, ১৮ আগস্ট : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ওয়্যারলেস বার্তা ফাঁসের অভিযোগে এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) দিবাগত রাতে খুলশী থানা এলাকা থেকে অমি দাশ নামের কনস্টেবলকে আটক করা হয়। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। অমি দাশ বর্তমানে সিএমপির খুলশী থানায় কর্মরত। তিনি চট্টগ্রামের পটিয়ায় জন্মগ্রহণ করেছেন।
মামলার সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট সিএমপি কমিশনার হাসিব আজিজ ওয়াকিটকিতে সিএমপির সকল সদস্যের উদ্দেশ্যে অস্ত্রধারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন। সিএমপি কমিশনারের এই বার্তা ওয়াকিটকিসহ ভিডিও করেন এক কর্মকর্তা। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেন। এতে চট্টগ্রাম নগরীর শীর্ষ পুলিশ কর্মকর্তাদের মধ্যে অস্বস্তি তৈরি হয়। নিজেদের গোপনীয় এমন বার্তা বাইরে চলে যাওয়ায় নড়েচড়ে বসেন তারা। এরপর একাধিক টিম তদন্তে নেমে ওই কনস্টেবলকে শনাক্ত করা হয়।
বার্তা অনুযায়ী, কমিশনার স্পষ্ট নির্দেশ দেন, লাইভ অ্যামুনিশন ছাড়া কোনো মোবাইল বা পেট্রোল পার্টি, ডিবির টিম, চেকপোস্ট পার্টি বাইরে যাবে না। পুলিশ সদস্যদের আত্মরক্ষার অধিকার এবং প্রয়োজনে অস্ত্র ব্যবহারের বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছিল। সোমবার (১১ আগস্ট) বন্দর থানার পাশে আওয়ামী লীগের মিছিল চলাকালে পুলিশের এসআই আবু সাঈদ গুরুতর আহত হওয়ার ঘটনার পর কমিশনারের এই বার্তা দেওয়া হয়েছিল। গ্রেপ্তারকৃত কনস্টেবল অমি দাশের কর্মকাণ্ডের কারণে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com