ডিয়ারবর্নে আশুরা মিছিলে হুমকি : গার্ডেন সিটির যুবকের বিরুদ্ধে অভিযোগ

আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ১২:২৬:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ১২:২৬:৫৬ অপরাহ্ন
ডিয়ারবর্ন, ১৯ আগস্ট :  পুলিশ জানিয়েছে, গত সপ্তাহান্তে আয়োজিত আশুরা স্মরণে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ক্ষতির হুমকি দেওয়ার অভিযোগে গার্ডেন সিটির বাসিন্দা অ্যান্থনি ইয়ং (২৭) এর বিরুদ্ধে  অভিযোগ আনা হয়েছে। সোমবার ১৯তম জেলা আদালতে তাকে হাজির করা হয়। আদালত তাকে ৫,০০০ ডলার জরিমানা ও জিপিএস টিথার পরিধানের নির্দেশ দিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ন্যায়বিচারের দাবিতে ও মুসলিম ধর্মীয় উৎসব আশুরা উপলক্ষে আয়োজিত মিছিলে লোকজনকে ক্ষতি করার হুমকি দেন ইয়ং। কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ডিয়ারবর্নের মেয়র আবদুল্লাহ হাম্মুদ ও পুলিশ প্রধান ইসা শাহিন এক যৌথ বিবৃতিতে বলেন, “আমাদের সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার হুমকির প্রতি শূন্য সহনশীলতা রয়েছে। যারা ভয় বা বিভেদ ছড়ানোর চেষ্টা করবে, তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। নিরাপত্তা ও ঐক্য সবসময় প্রথমে আসবে।”
ওয়াশিংটন ডিসিভিত্তিক শিয়া মুসলিম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রাহাত হুসেন দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ডিয়ারবর্ন পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এটি ধর্মীয় স্বাধীনতার ওপর আক্রমণ এবং সম্প্রদায়কে আতঙ্কিত করার প্রচেষ্টা। আমরা অপরাধীর স্বচ্ছ বিচার দাবি করছি যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।”
এদিকে ডিয়ারবর্নের কারবালা ইসলামিক এডুকেশনাল সেন্টারের আয়োজনে এবারের আরবাইন মিছিলে প্রায় ৪০ হাজার মানুষ অংশ নেন, যা তাদের ইতিহাসের বৃহত্তম সমাবেশ। আয়োজকরা জানিয়েছেন, সপ্তম শতাব্দীর ইসলামী নেতা ইমাম হুসেনের উত্তরাধিকার স্মরণে প্রতিবছর এই মিছিল অনুষ্ঠিত হয়।
আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিলের মিশিগান শাখার নির্বাহী পরিচালক দাউদ ওয়ালিদ বলেন, কারবালা সেন্টারে পূর্বেও ভাঙচুর ও হুমকির ঘটনা ঘটেছে। তার মতে, অভিযুক্তের বিরুদ্ধে জাতিগত ভীতি প্রদর্শনের অভিযোগ আনা উচিত। তিনি প্রসিকিউটরের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কোনও নাগরিককে তার আন্তরিক ধর্মীয় বিশ্বাসের কারণে ভয় দেখানো বা সহিংসতার হুমকি দেওয়ার সুযোগ নেই।” 
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com