চুনারুঘাটে কৃষ্ণছুড়া ও রঙ্গন ফুলের গাছ রোপণ কার্যক্রম

আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ১২:৫১:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ১২:৫১:০১ অপরাহ্ন
হবিগঞ্জ, ২৯ আগস্ট :  চুনারুঘাট উপজেলার আমতলী ব্রীজ থেকে চানপুর বাস স্ট্যান্ড পর্যন্ত কৃষ্ণছুড়া ও রঙ্গন ফুলের গাছ রোপণ কার্যক্রম চলছে। শুক্রবার (২৯ আগস্ট) এ উদ্যোগ বাস্তবায়ন করছে সামাজিক সংগঠন বিউটিফুল চুনারুঘাট, সহযোগিতায় পরিচ্ছন্নতা ও পরিবেশ বিষয়ক সংগঠন বিডি ক্লিন চুনারুঘাট।
আয়োজকরা জানান, "দীর্ঘ এ সড়ককে সবুজে আচ্ছাদিত ও ফুলের সৌন্দর্যে রঙিন করে তুলতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে একদিকে যেমন পরিবেশ হবে মনোমুগ্ধকর, অন্যদিকে যাত্রী ও পথচারীরা পাবেন এক শান্তিময় দৃশ্যের স্বাদ।"
উদ্ভিদ গবেষক ড. সুভাষ চন্দ্র দেব বিডি ক্লিনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, "আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে এবং নান্দনিক পরিবেশ তৈরিতে তাঁদের এই সৃজনশীল কর্মকাণ্ড উদাহরণ তৈরি  করবে। চুনারুঘাটের নৈসর্গিক সৌন্দর্য বৃদ্ধিতে বিডি ক্লিন এধরণের কার্যক্রম পরিচালনার জন্য ধন্যবাদ জানান।"
স্থানীয় সচেতন মহল এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেছেন, "গাছ লাগানো ও তার যত্ন নেয়ার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পরিবেশ তৈরি করা সম্ভব হবে।"

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com