মাধবপুরে ঝড়ে গাছপাল ঘর বাড়ির ক্ষতি

আপলোড সময় : ২৩-০৫-২০২৩ ১১:৫১:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৩ ১১:৫১:২৭ পূর্বাহ্ন
মাধবপুর, (হবিগঞ্জ) ২৩ মে : মাধবপুর উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায়  সোমবার দুপুরে প্রচন্ড ঝড় বৃষ্টি বয়ে যায়। প্রায় আধা ঘন্টা স্থায়ী ঝড়ে গাছ পালা ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত  হয়েছে। ঝড়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের গাড়ির গ‍্যারেজের টিনের ছালা উড়ে গেছে। অর্ধশতাধিক কাচা ঘড় বাড়ি ক্ষতিগ্রস্ত  হয়েছে। এছাড়া মনতলা ধর্মঘর আঞ্চলিক সড়কে গাছ পড়ে রাস্তায় যান চল চল ব‍্যাহত হয়। এতে প্রায় ১ঘন্টা সড়কে গাড়ি চলাচল বাধাগ্রস্ত  হয়। স্থানীয়রা রাস্তা থেকে গাছ ও ডাল পালা অপসারন করলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। এছাড়া শাক সবজি ক্ষেতের ক্ষতি হয়েছে। মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান বলেন  ঝড়ে বড় ধরনের ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com