‘নেপো কিড’ ক্যাম্পেইনে কাঁপল নেপাল, ওলির বিদায়

আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ১২:৫০:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ১২:৫০:১৯ অপরাহ্ন
ছবি : নিউজ অব নেপাল

কাঠমান্ডু, ৯ সেপ্টেম্বর : নেপালে অনিয়ম–দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মের (জেন-জি) তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি পদত্যাগ করেছেন। মঙ্গলবার এক বিবৃতিতে নেপালের সচিবালয় এ তথ্য নিশ্চিত করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও নেপালি গণমাধ্যমও খবরটি প্রকাশ করেছে।
গত সোমবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ও দীর্ঘদিনের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। কারফিউ উপেক্ষা করে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় তরুণেরা রাস্তায় নামেন। এ সময় তারা ক্ষমতাসীন জোটের শরিক নেপালি কংগ্রেস পার্টির কেন্দ্রীয় কার্যালয়, কয়েকজন মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বাসভবনে হামলা চালান। এমনকি কিছু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
প্রচণ্ড চাপের মুখে সরকার মঙ্গলবার বিকেলে ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিলেও বিক্ষোভ অব্যাহত থাকে। রাজনীতিবিদদের সন্তানদের আড়ম্বরপূর্ণ জীবনযাপনকে কেন্দ্র করে শুরু হওয়া ‘নেপো কিড ক্যাম্পেইন’ থেকে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে।
বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি পার্লামেন্ট ভবনের ভেতরেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে বন্ধ করে দেওয়া হয় বিমান চলাচল।
এরপর স্থানীয় নেতারা এবং সেনাপ্রধান প্রধানমন্ত্রীর পদত্যাগের আহ্বান জানান। অবশেষে প্রবল বিক্ষোভের মুখে ওলি নতি স্বীকার করেন। এর আগে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকও পদত্যাগপত্র জমা দেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com