মিশিগানে ইকরা একাডেমির কুরআন কনফারেন্স অনুষ্ঠিত 

আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০১:০০:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০১:০০:২৪ অপরাহ্ন
ওয়ারেন, ১৫ সেপ্টেম্বর : ইকরা একাডেমি অব মিশিগানের উদ্যোগে ইসলামিক সেন্টার অব ওয়ারেন প্রাঙ্গনে গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় কুরআন কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক সেন্টারের প্রেসিডেন্ট মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারী আব্দুল হক ও ইকরা একাডেমির শিক্ষক হাফেজ রেদওয়ানের যৌথ উপস্থাপনায় কুরআন কনফারেন্সে আমন্ত্রিত অতিথি হিসাবে তিলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারী শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারী, ক্বারী শায়খ মাগদি বদর। 
অনুষ্ঠানে তিলাওয়াত করেন ও উপস্থিত ছিলেন ইমাম আব্দুল লতিফ আজম, মাওলানা হাফেজ আব্দুল বাছিত চৌধুরী, হাফেজ রায়হান উদ্দিন, মাওলানা সাঈদ আহমদ, হাফেজ মিনহাজ আহমেদ প্রমুখ। কুরআন কনফারেন্সের শুরুতে তিলাওয়াত করেন ইকরা একাডেমির মেধাবী শিক্ষার্থী রাদি আহমেদ। ইসলামী সংগীত পরিবেশন করেন রেনেসাঁ কালচারাল গ্রুপ অব মিশিগানের পরিচালক শিল্পী শফিকুল ইসলাম রুবেল, সহকারী পরিচালক শিল্পী সুলায়মান আল মাহমুদ, শিল্পী মুজাম্মিল হোসাইন, শিল্পী ডা. রায়হানুল ইসলাম।
কুরআন কনফারেন্সে আন্তর্জাতিক ক্বারী শায়খ ইউসুফ বিন আল আজহারীর মনোমুগ্ধকর তিলাওয়াতের সুরে মুখরিত হয়ে যায় পুরো অনুষ্ঠানস্থল। তার কণ্ঠের মাধুর্য আর কুরআনের আয়াতের নূর যেন মুহূর্তেই সবার হৃদয়কে কোমল করে দেয়। প্রতিটি শ্রোতা বিমোহিত হয়ে শুনছিলেন, কেউ ডুবে গেলেন ভাবনায়, কেউবা চোখের পানি ধরে রাখতে পারলেন না।  ইকরা একাডেমির এই কুরআন কনফারেন্স হয়ে উঠেছিল এক প্রশান্তিময় আধ্যাত্মিক আবহ,যেখানে আল্লাহর কালামের সুরে হৃদয় হলো পরিশুদ্ধ, আর অন্তর ভরে গেল প্রশান্তি ও নূরের আলোয়।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com