আটলান্টিক সিটি, ১৬ অক্টোবর : নিউ জার্সি ষ্টেটের আটলান্টিক সিটি কাউন্সিলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী টিম স্মলের প্রার্থীদের সমর্থনে বিজনেস এসোসিয়েশন অব আটলান্টিক সিটির উদ্যোগে এক সভা গতকাল বুধবার সন্ধ্যায় স্হানীয় একটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মাহবুব রহমান মজনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহরু রাজা চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জহিরুল ইসলাম বাবুল,শহীদ খান, ফরহাদ সিদ্দিক প্রমুখ।
বক্তারা আগামী চার নভেম্বর, মংগলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে টিম স্মলের প্রার্থীদের সহ ডেমোক্র্যাট দলের প্রার্থীদেরকে বি কলামে ভোট দিয়ে জয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
মেয়র মার্টি স্মল তাঁর প্যানেলের প্রার্থীদেরকে সমর্থন জানানোয় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান। সভায় আটলান্টিক সিটির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা অংশগ্রহন করেন।
উল্লেখ্য, টিম স্মলের প্যানেল থেকে মেয়র পদে বর্তমান মেয়র মার্টি স্মল সিনিয়র, কাউন্সিল এট লারজ পদে প্যাটিসিয়া বেইলি, ষ্টিফেনি মার্শাল ও সোহেল আহমেদ এবং আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে সুব্রত চৌধুরী, ক্যাশওয়ান ম্যাকিনলে ও হালিশা ব্রিজারস প্রতিদ্বন্দ্বীতা করছেন।
সংগঠনের সভাপতি মাহবুব রহমান মজনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহরু রাজা চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জহিরুল ইসলাম বাবুল,শহীদ খান, ফরহাদ সিদ্দিক প্রমুখ।
বক্তারা আগামী চার নভেম্বর, মংগলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে টিম স্মলের প্রার্থীদের সহ ডেমোক্র্যাট দলের প্রার্থীদেরকে বি কলামে ভোট দিয়ে জয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
মেয়র মার্টি স্মল তাঁর প্যানেলের প্রার্থীদেরকে সমর্থন জানানোয় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান। সভায় আটলান্টিক সিটির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা অংশগ্রহন করেন।
উল্লেখ্য, টিম স্মলের প্যানেল থেকে মেয়র পদে বর্তমান মেয়র মার্টি স্মল সিনিয়র, কাউন্সিল এট লারজ পদে প্যাটিসিয়া বেইলি, ষ্টিফেনি মার্শাল ও সোহেল আহমেদ এবং আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে সুব্রত চৌধুরী, ক্যাশওয়ান ম্যাকিনলে ও হালিশা ব্রিজারস প্রতিদ্বন্দ্বীতা করছেন।