লাখাইয়ে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার 

আপলোড সময় : ০৫-০৬-২০২৩ ১১:০২:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৬-২০২৩ ১১:০২:৫৮ পূর্বাহ্ন
লাখাই, (হবিগঞ্জ) ০৫ জুন) : লাখাইয়ে রাসেল মিয়া নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ৷ রাসেল মিয়া তেঘরিয়া গ্রামের  শাহ আহমেদের  ছেলে। সোমবার (৫ জুন) সকালে  লাখাই থানার  উত্তরদিকের গোলাইল হাওরে একটি জমিতে হাত পা বাঁধা অবস্থায় অর্ধগলিত  মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। 
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, খবর পেয়ে মৃতের স্বজনরা এসে লাশ শনাক্ত করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে , শত্রুতাবশত বা নারীঘটিত কোন কারনে খুন করা হয়েছে। তবে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ভাদিকারা গ্রামের টেনু মিয়ার স্ত্রী রুমা আক্তার কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রহস্য উদঘাটনের জন্য কাজ করছে পুলিশ। স্থানীয়রা জানান, ৬/৭ দিন ধরে রাসেল মিয়া নিখোঁজ ছিলেন। অনেক স্থানে খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com