লাখাইয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জিরুন্ডা একাদশ 

আপলোড সময় : ১৬-০৬-২০২৩ ০৪:০৪:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৬-২০২৩ ০৪:০৪:৩৮ পূর্বাহ্ন
লাখাই, (হবিগঞ্জ) ১৬ জুন : লাখাইয়ে রজনীগন্ধা ক্লাব আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে লাখাই ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জিরুন্ডা ফুটবল একাদশ। ১৫ জুন বিকেলে লাখাই ইউনিয়নের স্বজনগ্রাম ফুটবল মাঠে  এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। গত ২রা জুন ৮টি ফুটবল টিমের খেলোয়াড়দের নিয়ে এ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 
ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম প্রমূখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন। 
খেলা শেষে বিজয়ী দল জিরুন্ডা একাদশের অধিনায়কের হাতে আকর্ষণীয় গোল্ডকাপ ট্রফি ও রানার্সআপ দলকে ব্রোঞ্জের ট্রফি প্রদান করা হয়।  এসময় মাঠের সার্বিক উন্নয়নে ১ লক্ষ টাকা প্রদানের ঘোষনা দেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ। 
ঢাকার স্বনামধন্য ক্লাব ও নাইজেরিয়ান বংশোদ্ভূত ফুটবল খেলোয়াড়দের মধ্যকার টান টান উত্তেজনাপূর্ণ এ খেলা উপভোগ করে হাজারো গ্রামীণ দর্শক। সুস্থ ধারার সংস্কৃতি চর্চায় ও গ্রামীণ যুবসমাজকে নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষায় প্রতিবছর ফুটবল খেলা আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক কমিটি। 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com