আমেরিকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক মাসের মধ্যে দ্বিতীয়বার গাড়ি চুরি  : ১২ বছরের কিশোর গ্রেপ্তার অ্যান আরবার হোটেলের বিরুদ্ধে মামলা : পুল থেকে সংক্রমণে নারী আক্রান্ত ডেট্রয়েটে ভবনে গাড়ি ধাক্কায় ২ জন নিহত, ২ জন আহত স্টার্লিংফেস্টে আতশবাজি ছুঁড়ে মারার অভিযোগে কিশোর অভিযুক্ত মিশিগানে গর্ভবতী নারী ও শিশুদের জন্য কোভিড-১৯ টিকার সুপারিশ বহাল ক্যান্টনে ১৩ বছরের কিশোরী গুলিতে নিহত, একজন গ্রেপ্তার ম্যাকম্ব কাউন্টিতে ট্রাফিক স্টপে ভয়ংকর গ্যাং সদস্য গ্রেপ্তার জেজে শুধু স্বপ্নে আসে : হত্যাকারী কিশোরের আত্মবিবৃতি আদালতে ম্যানহাটনে গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪ ফ্লিন্টের শান্ত ভোরে গোলাগুলির তাণ্ডব : নিহত ২, আহত বহু  ডেট্রয়েটে পেট্রোল পাম্পে গুলিবর্ষণ : নিহত ২, আহত ২ বেল আইলে পারিবারিক পুনর্মিলনীতে ট্র্যাজেডি ট্র্যাভার্স সিটিতে গণছুরিকাঘাত, ওয়ালমার্ট এখনও বন্ধ : রোগীদের অবস্থার উন্নতি ডেট্রয়েটে গুলিতে ৬ বছরের শিশু নিহত পন্টিয়াক লেকে নৌকার বিস্ফোরণে বাবা-ছেলেসহ ৩ জন দগ্ধ ডেট্রয়েটে চারটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় কিশোর গ্রেপ্তার মিশিগানে ছুরিকাঘাতের রক্তাক্ত দিন: ওয়ালমার্টে আহত ১১, সন্দেহভাজন আটক লেনক্স টাউনশিপের এক ব্যক্তির বিরুদ্ধে যৌন সহিংসতার অভিযোগ মিশিগানে বান্ধবীকে তিন দিন আটকে রেখে নির্যাতন, প্রেমিক কারাগারে ডেট্রয়েট বিমানবন্দরে ইউরোপীয় ফলের মাছি আক্রান্ত চেরি জব্দ

পশ্চিমবঙ্গে মরে যাচ্ছে মহৌষধী নিমগাছ

  • আপলোড সময় : ২৭-০২-২০২৩ ০৪:০১:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৩ ০৪:০১:৩১ পূর্বাহ্ন
পশ্চিমবঙ্গে মরে যাচ্ছে মহৌষধী নিমগাছ

কলকাতা : নিমগাছের মহৌষধী গুণের কথা কে না জানে! শোনা যায়, কবিগুরু রবীন্দ্রনাথ নাকি রোজ সকালে এক বাটি নিমপাতার রস পান করতেন। চর্মরোগ থেকে হাম-বসন্ত, এমনকী বাঙালির পাত, নিমের কদর কোথায় নেই ! নিমের কচি পাতার মহৌষধী গুণের জন্যই বাংলায় একটি চালু প্রবাদ রয়েছে ‘ফাল্গুনে নিম দু’গুণ মিঠা’। অথচ এই ভরা চৈত্রেই ঝলসে যাচ্ছে একের পর এক নিমগাছ।  পশ্চিম মেদিনীপুরের বেলদা, কেশিয়াড়ি, নারায়ণগড় ও দাঁতন এলাকার ঘটনা। এমন নজিরবিহীন ঘটনায় বিস্মিত পরিবেশপ্রেমীরা। সৃষ্টি হয়েছে আতঙ্কের। ভারতীয় সংবাদ মাধ্যম যুগান্তর এ খবর প্রকাশ করেছে।
বেলদার মনোহরপুরের বাসিন্দা, পরিবেশপ্রেমী শিক্ষক অখিলবন্ধু মহাপাত্র। তিনিই প্রথম সামাজিক মাধ্যমে বিষয়টি নজরে আনেন। ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘চলতি মাসে বিষয়টি প্রথম নজরে আসে। ঠাকুমার দাহকার্য করার জন্য উঠোনের একটি নিমগাছ কাটতে যাই। খেয়াল করি গাছটি প্রায় মারাই গিয়েছে।’ গাছটির ভেতরের অংশে খানিকটা সজীবতা টিকে থাকলেও ওপর থেকে প্রায় সত্তরভাগই নষ্ট হয়ে গিয়েছে। শুধু তাই নয়, বেলদা থেকে চার কিমি দূরে নিজের গ্রামে ফেরার পথেও দেখেছেন প্রায় বাইশখানা মৃত নিমের গাছ। বেলদার আশেপাশেও নজরে এসেছে মৃত নিম।
তিনি আরও বলেন, ‘বেলদা বাইপাসের ধারে এমনও দেখেছি, কচিপাতা কিংবা মঞ্জরি আসার পরেও সবসুদ্ধ শুকিয়ে গেছে গাছটা। ‘ তাঁর প্রশ্ন, বেছে বেছে কেবল নিম গাছগুলোই মারা যাচ্ছে কীভাবে?  অখিলবাবুর মতোই উত্তর খুঁজছেন দাঁতনের দেবাঞ্জন চক্রবর্তী, কেশিয়াড়ির বিদ্যুৎ মণ্ডল, সুধাময় গায়েনরাও। কারণ কমবেশি তাঁদেরও একই অভিজ্ঞতা। শুকিয়ে যাচ্ছে মহৌষধী নিম।
পটাশপুর ১নং ব্লকের অমরপুরের বাসিন্দা সোমনাথ দাস অধিকারী দীর্ঘদিন জীববৈচিত্র্য রক্ষায় কাজ করে আসছেন। তিনি বলেন, ‘নিম গাছ শুকিয়ে যাচ্ছে, এই প্রথম শুনলাম। কোনও ভাইরাসের আক্রমণে এমনটা হতে পারে।’ তবে কোনও আনুমানিক উত্তর দিতে চাইলেন না উদ্ভিদ বিজ্ঞানী ড. অনির্বাণ রায়। তিনি বলেন, ‘মৃত গাছগুলি পরীক্ষা না করে আন্দাজে কিছু বলাটা ঠিক নয়।’ তবু বলেন, হতে পারে ভাইরাস কিংবা আবহাওয়াজনিত কোনও কারণ। কিংবা পুষ্টির অভাব।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যার বিভাগীয় প্রধান ড. কৃষ্ণেন্দু আচার্যের সঙ্গে যোগাযোগ করলে তিনি সম্ভাব্য কারণ হিসেবে ‘ড্রাইব্যাক’ নামক এক অসুখের কথা উল্লেখ করলেন। অর্থাৎ গাছটি ওপর থেকে শুকোতে শুরু করে। ড. আচার্য আরও জানালেন, ‘বছর দুই-তিন হল এই অসুখটির প্রাদুর্ভাব লক্ষ্য করছি। তবে কেবলমাত্র বেলদা, কেশিয়াড়ি, দাঁতন নয়। এই রোগ দেখা যাচ্ছে গাঙ্গেয় সমভূমি ও দক্ষিণের উপকূলবর্তী নিমগাছগুলোতে।
‘ ড. আচার্য কাঁথির অধিবাসী হলেও বর্তমানে কলকাতার সন্তোষপুরের বাসিন্দা। সন্তোষপুরে নিজের বাগানেরই একটি নিমগাছ শুকিয়ে মারা গেছে বলে জানালেন তিনি। তবে তিনি নিশ্চিত নন, রোগটি ‘ড্রাইব্যাক’ই কিনা! বলেন এ বিষয়ে এখনও কোনও চর্চা হয়নি। তবে অবিলম্বে শুরু করাটা জরুরি। অখিলবাবুরাও চান দ্রুত নির্ণয় হোক নিমের অসুখ। না হলে যে সহজলভ্য এই মহৌষধীও একদিন হারিয়ে যাবে কালের গর্ভে। বাংলার মানুষের কাছে যা এক অপূরণীয় ক্ষতি।

 


facebook sharing button

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবাসে শিকড়ের খোঁজ : মিশিগানের সবজি বাগানে বাংলার ছোঁয়া

প্রবাসে শিকড়ের খোঁজ : মিশিগানের সবজি বাগানে বাংলার ছোঁয়া