জয়ন্ত সিনহার সঞ্চালনায় বিএএসির সভাপতি শহীদ খান ,সাধারন সম্পাদক সোহেল আহমেদ, বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, ট্রাস্টি বোর্ডের সভাপতি আবদুর রফিক, বেংগল ক্লাব এর সহ-সভাপতি আলী চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ।

ক্রিকেট টুর্নামেন্টে এম সোহেল আহমেদ এর দল সাত উইকেটে এসি টাইগার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী দলের অধিনায়ক ইকবাল হোসেন এর হাতে ট্রফি সহ নগদ এক হাজার ডলার ও রানার্স আপ দলের অধিনায়ক এইচ এম শাহেদ এর হাতে ট্রফিসহ নগদ পাঁচশত ডলার তুলে দেন বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও বিএএসির সভাপতি শহীদ খান। ফরহাদ সিদ্দিক,রাহিন তাই, শাহীন, শাহেদ, মুন্না প্রমুখের সর্বাত্মক প্রচেষ্টায় ক্রিকেট টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।